NITER National Job Fest 2025
# General
# Career Club
“NITER National Job Fest 2025”-এ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (VC, BUTEX) মহোদয়ের গর্বিত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মর্যাদাপূর্ণ ও তাৎপর্যময় করে তোলে। উনার উপস্থিতি শিক্ষার্থীদের জন্য ছিল এক অনন্য অনুপ্রেরণা এবং শিল্প ও শিক্ষার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ খোরশেদ আলম, সদস্য – গভর্নিং বডি এবং পরিচালক – বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (BTMA), এবং অধ্যাপক ড. আশেকুল আলম রানা, পরিচালক – NITER। দেশের বিভিন্ন স্বনামধন্য কোম্পানির অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে।
#NITERJobFest2025 #BUTEX #BTMA #NITER #CareerOpportunities #IndustryAcademiaLinkage
Letest News